ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার থেকে অফিস-আদালত খুলে গেলেও আজও ঢাকা ফিরছেন অনেকে।
রেলপথে রাজধানীগামী যাত্রীদের ভোগান্তি নেই বললেই চলে। নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন মানুষ। তবে, অনেকেই ঈদ পরবর্তী ছুটি কাটাতে স্টেশনে ভিড় করছেন টিকেটের জন্য।
এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহসড়কে গাড়ির চাপ কম থাকায়, উত্তরবঙ্গের যাত্রীরা স্বস্তি নিয়ে ঢাকা ফিরছেন।
অন্যদিকে, লঞ্চ ও ফেরি ঘাটে মানুষের ভিড় অনেকটাই কম। ভোর থেকে সদরঘাটে ভিড়েছে, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, চাঁদপুরসহ বিভিন্ন জায়গা থেকে আসা লঞ্চ। দৌলতদিয়া ঘাটেও নেই যাত্রীবাহী পরিবহণগুলোর বাড়তি চাপ। তবে, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে কিছুটা।