দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

1293
শেয়ার করতে ক্লিক করুন

অর্থনৈতিক সংকট নিয়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে সামরিক বিমানে করে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

বুধবার (১৩ জুলাই) স্থানীয় সময় ভোর প্রায় ৩টায় মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান ৭৩ বছর বয়সী গোতাবায়া।

রাজাপাকসের পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে পারিবারটির কয়েক দশক ধরে শ্রীলঙ্কা শাসনের অবসান ঘটেছে। শনিবার (৯ জুলাই) জনতা বাসভবনে হামলার পর তিনি আত্মগোপনে ছিলেন।

এর আগে ১৩ জুলাই (বুধবার) পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন গোতাবায়া। তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানা গেছে।

প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী কলম্বোর প্রধান প্রতিবাদস্থল গল ফেস গ্রিনে বিক্ষোভকারীদের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্টের পদত্যাগের অপেক্ষায় মঙ্গলবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ পার্কটিতে ভিড় করেছিল।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের প্রশাসনকে দায়ী করে দেশটির মানুষ। কয়েক মাস ধরে তারা প্রতিদিনের বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক জিনিসের ঘাটতির কারণে ভুগছেন।

দেশটির প্রেসিডেন্ট থাকাকালে কাউকে বিচারের আওতায় আনা যায় না। নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণের পরে গ্রেপ্তারের সম্ভাবনা এড়াতে পদত্যাগ করার আগে গোতাবায়া বিদেশে পালিয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।

দেশজুড়ে গত কয়েক শতকের মধ্যে ভয়াবহ আর্থিক সঙ্কটের কারণে তীব্র চাপের মুখে পড়েছেন গোতাবায়া রাজাপাকসে। এরই পরিপ্রেক্ষিতে রাজাপাকসে জানিয়েছিলেন যে, তিনি বুধবার পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন