ঢাকায় ঈদ উল আযহা উপলক্ষে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৭ টাকা বৃদ্ধি করে ৪৭ টাকা থেকে ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে এই মূল্য ৪০ থেকে ৪৪ টাকা।
এছাড়া লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ৩ টাকা বৃদ্ধি করে ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১২-১৪ টাকা।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে সংবাদ সম্মেলনে বিস্তারি তুলে ধরেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বছর ব্যবধানে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। ঢাকার বাইরে গরুর চামড়া, মাঠ পর্যায়ে ৪০ থেকে ৪৪ টাকায় কেনা যাবে। যা গেলো বছরে ছিলো ২৮ থেকে ৩২ টাকা।
পশু কোরবানি দেয়া প্রত্যেককেই নিজ দায়িত্বে চামড়ায় লবণ দেয়ার আহ্বান জানান তপন কান্তি ঘোষ।
উল্লেখ্য, গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।