দুর্গতদের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচারে লিপ্ত বিএনপি: কাদের

1203
শেয়ার করতে ক্লিক করুন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে সরকারের মাথাব্যথা নেই। দলটি নেতারা মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার লিপ্ত রয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীতে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার সিলেট ও সুনামগঞ্জে ৫ হাজার পরিবারের মধ্যে ইতোমধ্যে ১০ কোটি টাকা নগদ বিতরণ করেছেন। আর বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দলটির আন্দোলনের হুমকি এখন জাতির কাছে তামাশা ছাড়া কিছুই নয়।

এদিন সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বানভাসিদের আর্থিক সহায়তা দেয় আওয়ামী লীগ। দুর্গতদের নগদ চেক হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

হানিফ বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি আন্দোলনের নামে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে।

বিএনপির রাজনীতির সঙ্গে জনগণের আর সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন হানিফ।

শেয়ার করতে ক্লিক করুন