জুলাই থেকে টোল দিতে হবে না পোস্তগোলা ব্রিজে

1302
পোস্তগোলা ব্রিজে আলাদা টোল নেয়া হবে না
শেয়ার করতে ক্লিক করুন

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনো যানবাহন থেকে আলাদা টোল নেয়া হবে না। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে এমনটা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

জানা গেছে, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) দাখিল করা হবে।

টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে টোল আদায় বন্ধ করতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানিয়েছে, ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে।

এদিকে, আগামী ১ জুলাই থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায় শুরু হচ্ছে।

শেয়ার করতে ক্লিক করুন