দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

1031
শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর
শেয়ার করতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা করছে সরকার। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যসঙ্কট সৃষ্টি হয়েছে। এসময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে। সেই সঙ্গে অপচয় বন্ধ করতে হবে।

শেখ হাসিনা বলেন, চলমান করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত গোটা বিশ্বকেই অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সরবরাহ চেইন ভেঙে পড়েছে। খাদ্যশস্যের উৎপাদন ও পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি ও ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

এ সংবাদ সম্মেলনে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন নিয়েও কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।

শেয়ার করতে ক্লিক করুন