৮৭ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিভল

1081
শেয়ার করতে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৭ ঘণ্টা পর নিভেছে।

বুধবার (৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুল ইসলাম হিমেল বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই, তবে ধোঁয়া আছে একটু একটু।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম জানায়, গতকাল পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণে থাকা আগুন আজ সকালে নেভানো গেছে। এর ফলে ডিপোর কোনো অংশে আর আগুন জ্বলছে না। তবে এখনো স্থানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এই জন্য ডিপো এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কন্টেইনারগুলোয় দাহ্য পদার্থ পরীক্ষার পাশাপাশি ভেঙে পানি দেয়া হচ্ছে। একই সাথে আর কোনো মরদেহ বা দেহাবশেষ আছে কিনা তারও সন্ধান চলছে।

এদিকে, বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে। বুধবার (৮ জুন) ভোররাতে চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম মাসুদ রানা। তার গ্রামের বাড়ি জামালপুরে। তিনি ডিপোতে পণ্য লোড-আনলোডের কাজ করতেন।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল।

শেয়ার করতে ক্লিক করুন