সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪৪

1263
শেয়ার করতে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ রানা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) ভোররাতে চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।

মাসুদ রানার গ্রামের বাড়ি জামালপুরে। তিনি ডিপোতে পণ্য লোড-আনলোডের কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার বলেন, মাসুদ রানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাত ৪টার দিকে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।

শেয়ার করতে ক্লিক করুন