‘পদ্মা সেতু উদ্বোধনের দিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে’

1278
শেয়ার করতে ক্লিক করুন

পদ্মা সেতু উদ্বোধনের দিন রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে। তবে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ভোট ঘিরে বাড়ছে বিরোধীদের জোট, আমলে নিচ্ছে না আওয়ামী লীগ (ভিডিও)

মঙ্গলবার (৩১ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় মতবিনিময় সভায় সেতুমন্ত্রী একথা বলেন।

মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস করলে রাজপথে জবাব দেয়া হবে। বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রদলকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কেউ যদি এতে অংশ না নেয় তার জন্য নির্বাচন থেমে থাকবে না। সংবিধান বহির্ভূত কোনও সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই।

শেয়ার করতে ক্লিক করুন