লাগামহীন নিত্যপণ্যের দাম, হিমশিম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত

1250
শেয়ার করতে ক্লিক করুন

নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। কেবল নিম্নবিত্তরাই নয়, কুলিয়ে উঠতে পারছে না মধ্যবিত্তরাও। বাজারের তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেকেই।

কিছুটা কম দামে নিত্য প্রয়োজনী পণ্য কিনতে কারওয়ানবাজারে এসেছেন মোহাম্মদপুরের বাসিন্দা হাজেরা সিরাজী ও শাহনাজ আক্তার। কিন্তু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজেটে টান পড়েছে তাদের। তাই কেনাকাটায় করতে হয়েছে কাটছাঁট।

মিরপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী শফিকুর রহমানও বাজার করতে এসে খুব একটা সুবিধা করতে পারেননি।

তেলের পর মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে চাল, ডাল, আটাসহ আরও অনেক পণ্য। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।

এদিকে, অস্থিরতা কমেনি ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজারে। এখনো প্রতি টন অপরিশোধিত সয়াবিনের তেলের দাম দুই হাজার ডলারের ঘরে। এমন পরিস্থিতিতে দেশে দাম বাড়লেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় তা কম। ট্যারিফ কমিশনের হিসাবে, ভারত, পাকিস্তান, নেপালে তেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি।

শেয়ার করতে ক্লিক করুন