গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

1202
শেয়ার করতে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ দলের দেড়শতাধিক শীর্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের উদ্দেশ্য করে পাকিস্তানি হজ পালনকারীদের ‘চোর’ স্লোগান দেয়া ও হেনস্তার ঘটনায় এ মামলা করা হয়েছে। মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান, শেখ রশিদ, শাহবাজ গিল, কাশেম সুরি, ইজাজুল হকসহ দেড়শ’ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার উদ্দেশ্যে মসজিদে নববির পবিত্রতা লঙ্ঘন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, হজপালনকারীদের বিরক্ত করা এবং কুপ্ররোচনার অভিযোগ আনা হয়েছে। বিরোধীদের শায়েস্তা করতে ক্ষমতাসীনরা ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে পিটিআই।

শেয়ার করতে ক্লিক করুন