শ্রমিকসহ সকলের অধিকার কেড়ে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

1080
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। শ্রমিকসহ সকলের অধিকার কেড়ে নিয়েছে সরকার। অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহান মে দিবস উপলক্ষে রবিবার (১ মে) সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে র‍্যালির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

র‍্যালিপুর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, নিজেদের স্বার্থ ছাড়া শ্রমজীবী মানুষের সাথে কোন সম্পর্ক নেই বর্তমান সরকারের। এতদিনেও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন পুরণ হয়নি আজও।

বিএনপি মহাসচিব বলেন, জোর করে ক্ষমতা দখল করে বসে থাকা সরকার শ্রমিকসহ সকলের অধিকার কেড়ে নিয়েছে। আন্দোলন ছাড়া কখনো কোন দাবি আদায় হয় না, রাস্তায় নেমে প্রতিরোধ করতে পারলে দাবি আদায় হয়।

বর্তমান অবস্থার অবসানে সংগঠনকে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। পরে একটি র‍্যালি কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করতে ক্লিক করুন