মন্ত্রিসভা গঠনে প্রস্তুত পাকিস্তান, দায়িত্ব পাচ্ছেন যারা

1114
শেয়ার করতে ক্লিক করুন

এক সপ্তাহ পর পাকিস্তানে মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে সরকার। সোমবার (১৮ এপ্রিল) এটি গঠন করার কথা রয়েছে। এরইমধ্যে জামায়েত উলেমা-ই-ইসলাম-ফজল এ মন্ত্রিসভার অংশ হবে, না বিরত থাকবে তা নিয়ে মতবিরোধ দেখা গেছে। খবর ডনের।

রোববার (১৭ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ক্ষমতাসীন জোটগুলোর সঙ্গে আলোচনা করেন এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির প্রতিনিধির সঙ্গে দেখা করেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আল জারদারি এই ক্ষমতাসীন জোটে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং মন্ত্রণালয়ের ভাগ বাটোয়াতে শরিক হবেন।

তথ্যমন্ত্রী হতে যাওয়া মরিয়াম আওরঙ্গজেব বলেন, সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন।

তিনি বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪ মন্ত্রী ও পিপিপি ১১ মন্ত্রী পেতে যাচ্ছে। সব দল নিয়েই মন্ত্রী পরিষদ গঠন করা হবে।

সম্ভাব্য মন্ত্রীরা হলেন- বিলাওয়াল ভুট্টো-জারদারি, খাজা আসিফ, মিফতা ইসমাইল, জাহিদ হামিদ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, রানা তানভির, শহিদ খাকান আব্বাসি, খাজা সাদ রফিক, হিনা রাব্বানি খার ও শাজিয়া মারি।

শেয়ার করতে ক্লিক করুন