প্রস্তুতির অভাবে বিলম্বিত বাসের টিকিট বিক্রি

1292
শেয়ার করতে ক্লিক করুন

আজ থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরুর কথা থাকলেও অনেক পরিবহন প্রতিষ্ঠান প্রস্তুতির অভাবে টিকিট বিক্রি শুরু করতে পারেনি।
যেসব প্রতিষ্ঠান টিকিট বিক্রি করছে তাদের কাউন্টারের সামনে খুব বেশি ভিড় লক্ষ্য করা যায়নি। মূলত অনেক আগেই টিকিট বিক্রির ঘোষণা, আর চাকরিজীবিদের ছুটির তারিখ নিশ্চিত না হওয়ায় টিকিট বিক্রির হার অনেক কম। তবে অনলাইনে টিকিট বিক্রির হার কিছুটা বেশি। এখন পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যায়নি।

এরআগে, বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ১৫ এপ্রিল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করা হবে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হবে। ঐ দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

তিনি বলেন, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে।

তিনি বলেন, কোনোভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। বিআরটির নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের আগাম টিকিট।

শেয়ার করতে ক্লিক করুন