দেশে দুর্নীতির মহোৎসব চললেও ধামাচাপা দিচ্ছে দুদক: ফখরুল

1299
শেয়ার করতে ক্লিক করুন

দেশে দুর্নীতির মহোৎসব চললেও ধামাচাপা দিয়ে রাখছে দুদক। এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকে চিঠি দিচ্ছে বিএনপি।

সোমবার (১১ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়েও শিগগিরই দুদকে চিঠি দেওয়া হবে। দেরিতে হলেও সরকারের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

বিএনপির মহাসচিবের অভিযোগ, সরকারের অনিয়ম সর্বগ্রাসী ক্যানসারে রূপ নিয়েছে। অথচ সচেতনভাবে অভিযোগ ঢেকে রাখছে দুদক। বিএনপির দেওয়া অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দুদক ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

এর আগে গতকাল রোববার (১০ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সরকারের দমন-পীড়নে নেতাকর্মীদের অবস্থা তুলে ধরতে গিয়ে এক মন্তব্যে ফখরুল বলেন, দেশে নিশ্বাস বন্ধ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ৬০০’র বেশি নেতাকর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের সবার নিশ্বাস বন্ধ হয়ে আসছে, এ রকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এ ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায়, এখানে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক।’

শেয়ার করতে ক্লিক করুন