যানজট বাড়ার যে ব্যাখ্যা সংসদে দিলেন মন্ত্রী

1315
শেয়ার করতে ক্লিক করুন

‘মানুষের আয় বেড়েছে তাই গাড়ির সংখ্যাও বেড়েছে। ফলে রাজধানীতেও যানজট বাড়ছে। আমাদের মাথাপিছু আয় যেভাবে বাড়ছে কয়েকদিন পর গ্রামেও যানজট লেগে যাবে।’

বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমন মন্তব্য করেন।

সংসদে জেলা পরিষদ বিল ২০২২ এর উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের ঢাকার যানজট ও দূষণ সমস্যা সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরে মানুষের আয় বেড়েছে বিধায় যানজটও বেড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যানজট বেড়েছে। উন্নত হওয়ায় আমাদের এখানেও তাই হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশসহ জাপানের টোকিও শহর ও কলকাতায়ও জ্যাম লাগে, কিন্তু তারা সেটাকে ম্যানেজ করেছে। আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের মাথাপিছু আয় যেভাবে বাড়ছে কয়েকদিন পরে গ্রামেও গাড়ির জ্যাম লেগে যাবে। আমাদের সরকারের আমলে মানুষের আয় বাড়ায় এই যানজট হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন