‘তারেক রহমানের ফর্মুলা ট্রাম্পের ওপর ওভার ট্রাম্প’

1383
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় সরকারের যে আহ্বান করেছেন, তিনি কিন্তু নির্বাচনের আগে করেন নাই। তিনি কিন্তু আগে নির্বাচন, আগে একটি সুষ্ঠু ভোটাধিকার তারপরে তিনি জাতীয় সরকারের মাধ্যমে দেশটাকে বিনির্মাণ করতে চান। এটা নিয়ে কিন্তু তর্কের ব্যাপার নাই, আশঙ্কার বিষয় আছে, কাজটা কঠিন। আওয়ামী লীগ কেন ’৭২ সালে জাতীয় সরকার করতে পারে নাই সে প্রশ্নও তোলেন গয়েশ্বর।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের শরীক এলডিপি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে এলডিপির একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে বিএনপি ও এলডিপির নেতারা বক্তব্য রাখেন।

নির্বাচনের আগে জাতীয় সরকার হলে বর্তমান প্রধানমন্ত্রী মেনে নেবেন বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন কেউ এটা বুঝতে না পারলেও সরকার ঠিকই বুঝতে পেরেছেন। এ জন্য সরকারের মাথা খারাপ হয়ে গেছে। যারা নির্বাচনের আগে জাতীয় সরকারের কথা বলে মাঠে নেমেছেন তাদের ভাবতে হবে কোনটা সঠিক। তারা তো কোনো রূপরেখা দেননি।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের আগে জাতীয় সরকার হলে সব দল নিয়ে হয়। আমার মনে হয় শেখ হাসিনাও এ জাতীয় সরকার মেনে নেবে। এটা শেখ হাসিনা মাঠে ছড়াচ্ছে কি না তাও তো ভাবনার বিষয়। এই সরকারের ১৪ বছরে অপকর্ম আবার যদি শেখ হাসিনার অধীনেই জাতীয় সরকার হয় তাহলে সে তো নোবেল পুরষ্কার পাবে। সরকারের অতীতের সব অপকর্ম জাতীয় সরকার দিয়ে জায়েজ করে নেবে।

যারা যারা নির্বাচনের আগে জাতীয় সরকারের কথা বলেছেন, তাদেরকে লক্ষ্য করে গয়েশ্বর বলেন, যদি শুনে শেখ হাসিনা ক্ষমতায় নেই, তাহলে যারা যারা সরকারে থেকে অপকর্ম করেছে তারা পালাবার পথও খুঁজে পাবে না। যারা এখন সরকারের চাটুকারিতা করছে তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না।

এ সময় গয়েশ্বর জাতীয় সরকার ব্যবস্থা নিয়ে বলেন, তারেক রহমান যে ফর্মুলা দিয়েছেন তা ট্রাম্পের ওপর ওভার ট্রাম্প। তিনি বলেন, জাতীয় সরকার হবে তবে তা নির্বাচনের পরে।

শেয়ার করতে ক্লিক করুন