নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

1420
শেয়ার করতে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি, গোলও পেয়েছেন। ম্যাচ শেষে দর্শকদের আলাদা করে ধন্যবাদও দিয়েছে আর্জেন্টিনা।

এদিকে ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছিলেন, এটিই মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ। তবে ম্যাচ শেষে মেসি শোনালেন অন্য কথা। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেননি মেসি।

শনিবারের (২৬ মার্চ) জয়ের পর সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। যা সামনে আছে তা নিয়েই ভাবি শুধু এবং সেটা এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’

পিএসজিতে খুব একটা ভালো সময় কাটছে না মেসির। এমনকি প্যারিসের মাঠে দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে জাতীয় দলে ফিরতেই মেসিকে দেখা গেল উজ্জীবিত। আর তার সমর্থকরাও খেলা শুরুর আগে থেকেই মেসি-মেসি স্লোগানে প্রকম্পিত হয়েছে লা বোম্বোনেরা স্টেডিয়াম।

শুধু মেসিই নয়, পুরো দলকেই দারুণ উজ্জীবিত করেছেন দর্শকরা। মেসি বলেন, ‘আমরা আগেই এমনটা আশা করছিলাম। আমরা আমাদের মানুষদের কাছ থেকে কোনো কম কিছু আশা করি। বিশেষ করে গত কয়েকদিনে দারুণ কিছু মুহূর্ত কাটানোর পর। আপনাকে এটি উপভোগ করতেই হবে।’

এই জয়ের ফলে ব্রাজিলের সমান ১৬ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল।

শেয়ার করতে ক্লিক করুন