ইউক্রেনের আরও দুই শহরে রুশ হামলা শুরু

1371
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনের আরও দুই শহর লুতস্ক ও দিনিপরোতে বিমান হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী।

ইউক্রেনের গণমাধ্যম উত্তর-পশ্চিমের লুতস্ক ও দিনিপরো নদীর তীরে অবস্থিত দিনিপরো শহরে বিস্ফোরণের খবর দিচ্ছে।

এই শহরগুলোতে এর আগে সরাসরি গোলাগুলি দেখা যায়নি। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল।

স্থানীয়দের তথ্যমতে, লুতস্কে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

জানা গেছে, রাশিয়ান বাহিনী একটি কারখানায় আঘাত হেনেছে, যেখানে যুদ্ধবিমানের ইঞ্জিন মেরামত করা যেত।

এদিকে, লুতস্কে বিমানবন্দরের কাছে বিস্ফোরণগুলো হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির মেয়র।

ফেসবুক পোস্টে শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কোনো ছবি ও ঠিকানা প্রকাশ না করার জন্যও আহ্বান জানান।

ইউক্রেনের গণমাধ্যম দিনিপরোতে তিনটি বিস্ফোরণের খবর দিয়েছে, একটি দোতলা জুতার কারখানায় আঘাত হেনেছে। অন্য দুটি বিস্ফোরণ একটি কিন্ডারগার্টেন এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানায়, দিনিপরোর নোভোকদাটস্কি জেলায় একজন নিহত হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন