পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ৫০ রুশ কূটনীতিক

1493
শেয়ার করতে ক্লিক করুন

পরিবারের সদস্যসহ প্রায় ৫০ জন রুশ কূটনীতিক মস্কোর উদ্দেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ত্যাগ করেছেন। রোববার (৬ মার্চ) তারা নিউইয়র্ক ত্যাগ করেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ।

এর আগে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মস্কোর মিশনে কর্মরত ১২ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাদেরকে দেশ ছাড়ার জন্য ৭ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়ে মস্কোর নিউইয়র্ক মিশনে চিঠি দিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেছিলেন, কূটনীতিক হিসেবে তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা পরিপন্থি নয়-এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের অপসারণ করা হচ্ছে।

ফ্লাইট রাডার২৪ এর তথ্য অনুসারে, রাশিয়ার একটি বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহিষ্কৃত কূটনীতিকদের নিয়ে মস্কোর উদ্দেশে রওনা হয়েছিল।

শেয়ার করতে ক্লিক করুন