আবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

1292
আবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনে আবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটিতে রুশ বাহিনীর দখলে থাকা কয়েকটি শহর থেকে মানুষজনকে বের হতে সুযোগ করে দিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহর থেকে মানুষজনকে বের হওয়ার সুযোগ দেয়া হবে। এসব শহরে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে এখনও নিশ্চিত করেনি। সপ্তাহান্তে মারিউপোলে দুই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। যাতে করে বেসামরিক নাগরিকদের সেখান থেকে বের করে আনা যায়। কিন্তু দুইবার তা ভেস্তে যায়।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হলেও গোলাবর্ষণ অব্যাহত রেখেছিল রাশিয়া। তাই বাধ্য হয়ে সেসময় যুদ্ধবিরতি স্থগিত করতে হয়েছিল।

শেয়ার করতে ক্লিক করুন