রাশিয়া-ইউক্রেন সংকট নি‌য়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

1545
শেয়ার করতে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকট নি‌য়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এজন্যই আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শ‌নিবার (৫ মার্চ) রাজধানীতে এক সভা শে‌ষে এসব কথা ব‌লেন তি‌নি।

ইউক্রেনে ৫ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে- রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশির তথ্য আমরা জানতে চেষ্টা করছি, তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে। ওখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

ইউ‌ক্রেন থে‌কে এক বাংলা‌দে‌শি‌কে ভার‌তের উদ্ধার প্রস‌ঙ্গে মো‌মেন ব‌লেন, ইউক্রেনে আটকাপড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশি এক নাগরিককে ভারত উদ্ধারও করেছে।

শেয়ার করতে ক্লিক করুন