চলতি মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁতে ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধন করে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বলেন, মিশ্র পাঠদান প্রক্রিয়া শুরু করতে নীতিমালা তৈরি করছে সরকার। যেসব শিক্ষার্থীর শ্রেণিকক্ষে আসতে সমস্যা হবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট পদ্ধতি অব্যাহত থাকবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। এ সময় তারা শিক্ষামেলার বিভিন্ন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, শুধু শিক্ষার্থী বিনিময় হলেই হবে না, দু’দেশকেই উন্নতমানের শিক্ষা প্রদান করতে হবে শিক্ষার্থীদের।
এদিকে, করোনা সংক্রমণ কমে আসায় সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। তবে, মাধ্যমিকের শিক্ষার্থীদের সীমিত আকারে পাঠদান চলছিল। করোনা সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ার পর এবার মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।