জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে: সিইসি

1445
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
শেয়ার করতে ক্লিক করুন

কিছু সময়ের জন্য ভোটাধিকার বিঘ্নিত হলেও সেটি ফিরিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২ মার্চ) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ভোটার দিবস উপলক্ষে র‍্যালিতে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেন, মুজিববর্ষের অঙ্গিকার রক্ষা করবেন তিনি।

ভোটাধিকার কোনো ফাঁকা বুলি নয় উল্লেখ করে সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার। এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকারটিকে অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।

র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনারও অংশ নেন।

দেশে চতুর্থবারের মতো জাতীয় ভোটার দিবস ‍উদযাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানী ঢাকার মতো সারাদেশেই এ লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির।

শেয়ার করতে ক্লিক করুন