কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শুধু সার্টিফিকেট নয়, বর্তমান সরকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, কর্মপদ্ধতি ব্যবস্থায় তরুণ উদ্যোক্তা তৈরি হবে। গ্রাম হবে শহর। শহরে এবং গ্রামে কোনো বৈষম্য থাকবে না।
ভবিষ্যতেও বারবার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এদিকে বক্তব্য শেষে ওই কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন ডা. দীপু মনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দীর্ঘদিন পর হতে যাওয়া নেত্রকোনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের দিনব্যাপী ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।