ইউক্রেনের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, ৭০ সেনা নিহত

1423
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কমপক্ষে ৭০ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) এই হামলা হলেও ৭০ জন সেনা নিহত হওয়ার খবর আজ মঙ্গলবার (১ মার্চ) নিশ্চিত করেন ইউক্রেনের কর্মকর্তারা।

বিবিসি জানিয়েছে, সুমি অঞ্চলের অখতিরকায় এ হামলার ঘটনা ঘটেছে। ওই অঞ্চলটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার বাহিনী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জরুরি কর্মীরা জানিয়েছে, তারা ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ইউক্রেনের পার্লামেন্ট নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, ‘ইউক্রেনের নায়করা চিরন্তন গৌরবের’। ইউক্রেনের পার্লামেন্ট জানিয়েছে, গ্রাড মিসাইল দিয়ে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন