দুই দিনের মধ্যে জয় চান পুতিন

1395
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনজুড়ে এখন শুধুই সামরিক যান। একদিকে রুশ বাহিনীর বিচরণ, অন্যদিকে ইউক্রেন সেনাদের তীক্ষ্ণ দৃষ্টি। হামলার পঞ্চম দিনে রাশিয়া জানিয়েছে, তারা বেশি সময় নেবে না। দ্রুত অভিযান শেষ করে বিজয় দেখতে চান।
দুই দিনের মধ্যে জয় চান পুতিন

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে জয় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ফেদরোভ বলেন, পশ্চিমা দেশগুলো মস্কোর ধারণার চেয়েও শক্ত ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ সামরিক অভিযান চলছে। এরইমধ্যে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই দুদেশেই আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

শেয়ার করতে ক্লিক করুন