ডা. জাফরুল্লাহর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই: ফখরুল

1456
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ার করতে ক্লিক করুন

ডা. জাফরুল্লাহর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে মেনে নেয়া তার নিজস্ব বক্তব্য।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়েছে। যাতে জনগণ ভোট দিতে না পারে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি আজ সোমবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করছে। একযোগে অনুষ্ঠিত এসব সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ মহানগরের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া সিলেট মহানগরে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বরিশাল মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহী মহানগর সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনা মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুর মহানগরের সমাবেশে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আর কুমিল্লা মহানগরের সমাবেশে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফরিদপুরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, রংপুর মহানগরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও নারায়ণগঞ্জ মহানগরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শেয়ার করতে ক্লিক করুন