শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী

1350
শেয়ার করতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানীদের মতো ৭৫ পরবর্তী সরকারগুলো ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় জাদুঘরে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট’ শীর্ষক প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি, এর সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

এতে প্রদর্শিত শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের চিত্রকর্মে জাতির পিতার সংগ্রামী পথচলার গল্প ফুটে উঠেছে। দেশের সর্ববৃহৎ এই স্ক্রল পেইন্টিং এর দৈর্ঘ্য ৭১ ইঞ্চি এবং প্রস্থ ১৫০ ফুট।

শেয়ার করতে ক্লিক করুন