কারাবন্দীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

1432
কারাবন্দীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শেয়ার করতে ক্লিক করুন

কারাবন্দীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ডেপুটি জেলার ও কারারক্ষীদের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কারাবন্দীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাশিমপুর কারাগারে ১২তম ডেপুটি জেলার এবং ৫৯ তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে বাহিনীর উদ্দেশে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কারারক্ষীদের মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০০ বছরের পুরনো ইতিহাস ভেঙ্গে সকালের নাস্তায় শুকনো রুটির পরিবর্তে রুটির সঙ্গে হালুয়া ও সবজির ব্যবস্থা করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মোকাব্বির হোসেন ও কারা মহাপরিদর্শক এ এস এম আনিসুল হকসহ অন্যান্য কারাগারের জেল সুপার, জেলার ও ডেপুটি জেলারগণ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে ৩১৯ জন প্রশিক্ষণার্থী মধ্যে সেরা কৃতিত্বের জন্য চারজনকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন