ইউক্রেনে তেল ডিপোতে হামলায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

1292
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর ভেসিলকিতে তেলের ডিপোতে রাশিয়া রকেট হামলা চালানোর পর সেখান থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শহরটির মেয়র। খবর সিএনএন।

এদিকে শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, তেলের ডিপোটি হামালার পর তা থেকে আগুনের গোলা আকাশের দিকে উড়ে যাচ্ছে। ভ্যাসিলকিভ শহরের এই ডিপোতে হামলার একাধিক খবর পাওয়া গেছে।

সেখানে একাধিক তেলের ট্যাঙ্কার ছিল বলে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন