ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

1456
শেয়ার করতে ক্লিক করুন

রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অর্থায়ন করবে অস্ট্রেলিয়া।

এর আগে ক্যানবেরা সরকার শুধু ‘প্রাণঘাতী নয়’ এমন সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছিল।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এই সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিডনিতে একটি গির্জায় ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের সঙ্গে যোগ দেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকার ইউক্রেনের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের ন্যাটো অংশীদার বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে ‘প্রাণঘাতী যুদ্ধ সরঞ্জাম’ সহায়তার জন্য যতটা সম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা করব।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন থেকে অস্ট্রেলিয়ায় ভিসা আবেদনকারীদের দ্রুত প্রক্রিয়াকরণ তার সরকারের এখন ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হবে।

এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এরমধ্যে ৬৪ জন নিহত হয়েছে।

জাতিসংঘ আশঙ্কা করে আরও জানিয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হবে। কারণ এখনও অনেক হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

জাতিসংঘ আরও বলেছে, দেড় লক্ষাধিক ইউক্রেনীয় এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

ইউক্রেন সরকার অনুমান করেছে, রুশ আগ্রাসন প্রায় ৫০ লাখ শরণার্থী তৈরি হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন অনেক লোকের সঙ্গে কথা বলেছে যারা ১৫ কিলোমিটার দীর্ঘ লাইনে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছেন।

শেয়ার করতে ক্লিক করুন