৩ দিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব

1297
শেয়ার করতে ক্লিক করুন

তিস্তা নয়, দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে অভিন্ন ছয় নদীর পানি বন্টনের ইস্যুটি। আজই তিন দিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

যাওয়ার আগে তিনি জানান, এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফরের এজেন্ডা নিয়েও আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরের শুরুর দিন, বুধবার ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরদিন দিল্লিতে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে। এতে গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর ও যৌথ কনসালটেটিভ কমিশন-জেসিসির বৈঠকের বিষয়টি।

বৈঠকে নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানো এবং পানি বন্টন নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।

সচিব আরও জানান, করোনা সংক্রমণ কমে আসায় মার্চে পর্যটক ও ব্যবসায়ীদের জন্য দুদেশের স্থলবন্দর খুলে দেয়ার বিষয়টি আলোচনাধীন রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন