সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

1504
শেয়ার করতে ক্লিক করুন

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে এবং আদালতের জন্য একটা সেপারেট অনুবাদ তৈরি করা হয়েছে, বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে একথা জানান তিনি।

এসময় প্রধান বিচারপতি বলেন, আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আমাদেরও ভূমিকা রাখতে হবে।

হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারে, সেজন্য ইংরেজিতে দেয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার আমার ভাষা। যেখান থেকে সমস্ত রায় বাংলায় অনুবাদের ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন