মার্কিন নিষেধাজ্ঞায় অস্বস্তিতে সরকার

1426
America
শেয়ার করতে ক্লিক করুন

এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় আওয়ামী লীগ। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ঘিরে নানা প্রশ্ন আর চাপ থাকলেও রাজনীতিতে ক্ষমতাসীনদের দমাতে পারেনি বিরোধীরা।

তবে বিচার বহির্ভূত হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি কারণে দেশের এলিট বাহিনী র‍্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দেয়া মার্কিন নিষেজ্ঞায় বেশ অস্বস্থিতে সরকার।

তবে খুব শিগগিরই তাদের বিরুদ্ধে দেয়া মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে আশা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ নিয়ে আশার কথা শোনালেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, ভুল তথ্যর ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা দিয়েছে। তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে।

কৃষিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এমন কিছু করে নাই যে, এ দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। আশা করছি, শিগগিরই মার্কিনীদির ভুল ভাঙবে।

তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বাহুল্য কথা। কারণ নিষেধাজ্ঞা দেয়া এবং প্রত্যাহার দুটোই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কূটনৈতিক বিশ্লষক সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, এতো দ্রুত মার্কিন পদক্ষেপ থেকে রেহাই মেলার সুযোগ কম।

ভুল তথ্যের ভিত্তিতে মার্কিনীরা এমন পদক্ষেপ নিয়েছে দাবি করে ক্ষোভও জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শেয়ার করতে ক্লিক করুন