হেফাজতের তাণ্ডব: মুফতি নুরুজ্জামান নোমানীর জামিন বহাল

1419
মুফতি নুরুজ্জামান নোমানীর জামিন বহাল
শেয়ার করতে ক্লিক করুন

২০১৩ সালের ৫ মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় মুফতি নুরুজ্জামান নোমানীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ রায় দেয়া হয়।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এ ঘটনায় পল্টন থানায় হওয়া নাশকতার একটি মামলার আসামি মুফতি নুরুজ্জামান নোমানী।

শেয়ার করতে ক্লিক করুন