একাদশতম দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আরও প্রায় দুই হাজার রোহিঙ্গা।
বুধবার ভাসানচরে স্থানান্তরের জন্য প্রথম ধাপে ৩৪৫ টি পরিবারের ১ হাজার ৬ জন রোহিঙ্গাকে উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে ১৯ টি বাস করে চট্টগ্রামে পাঠানো হয়। পরে বিকেলে দ্বিতীয় ধাপে আরও ২০৩ টি পরিবারের ৬৪৮ জন রোহিঙ্গা ১৮ টি বাস করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে পৌঁছাবে তারা।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এগারো দফায় প্রথম অংশে এক হাজার রোহিঙ্গাদের একটি দল ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরও কয়েকজন রোহিঙ্গা যাওয়ার কথা রয়েছে। এবার প্রায় দেড় হাজার রোহিঙ্গা ভাসানচরে যেতে স্বেচ্ছায় রাজি হয়েছে।
২০২০ সালের চৌঠা ডিসেম্বর প্রথমবারের মত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। ১০ম ধাপ পর্যন্ত ২০ হাজার ৯৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে। এছাড়া গত বছরের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।