বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

1459
বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শেয়ার করতে ক্লিক করুন

ভারতের বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় এ কথাআ বলা হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি বাপ্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হয় বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর। করোনায় আক্রান্ত হয়ে গত বছর তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় সিটিকেয়ার হাসপাতালে। সেখানেই মধ্যরাতে তিনি মারা যান।

চিকিৎসকরা জানান, অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ায় মৃত্যুর হয়েছে বাপ্পী লাহিড়ীর।

প্রখ্যাত এই গায়ক ১৯৭০ থেকে ৮০র দশকে হিন্দি চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় গায়ক ও সুরকার। মাতিয়েছেন বাংলা গানেও। তার মৃত্যুতের শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়।

শেয়ার করতে ক্লিক করুন