হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

1278
শেয়ার করতে ক্লিক করুন

গুপ্তহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দেইবাহ। আজ বৃহস্পতিবার সকালে অস্ত্রধারী আততায়ীরা আল-দেইবাহ’র গাড়ি ঘিরে ফেলে এবং গাড়িতে গুলি করে। পরে তিনি সেখান থেকে কোনোরকমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ায় সরকারে কর্তৃত্ব বজায় রাখতে ও বাড়াতে রাজনৈতিক পক্ষগুলো যখন মরিয়া, এমন সময় এ গুপ্তহত্যাচেষ্টার খবর পাওয়া গেল।

সূত্রের বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার সকালে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন প্রধানমন্ত্রী আল-দেইবাহ। এমন সময় হঠাৎ একটি জায়গায় সশস্ত্র আততায়ীরা তাঁর গাড়িতে গুলি করে। তবে, রয়টার্স তাৎক্ষণিক এ ঘটনার কোনো ছবি বা ভিডিও সংগ্রহ করতে পারেনি।

আগামী বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক একটি পক্ষের ঘোষিত পার্লামেন্ট ভোট হওয়ার কথা রয়েছে। পশ্চিমা মদদপুষ্ট সরকারের প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দেইবাহ’র স্থলাভিষিক্ত নির্বাচনে ওই ভোটের আয়োজন বলে মনে করা হচ্ছে। এর ফলে সংঘাতের আশঙ্কায় সম্প্রতি রাজধানী ত্রিপোলিতে সৈন্যসামন্ত বাড়ানো হয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন অভিযানের পর থেকে লিবিয়ায় অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে।

এদিকে, গত বছরের মার্চে আবদুলহামিদ আল-দেইবাহ জাতিসংঘ সমর্থিত সরকারের (জিএনইউ) প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

শেয়ার করতে ক্লিক করুন