গ্রহণযোগ্য সার্চ কমিটি হয়েছে, প্রশ্নের সুযোগ নেই : হানিফ

1286
শেয়ার করতে ক্লিক করুন

সার্চ কমিটি নিয়ে যারা নেতিবাচক বক্তব্য দিচ্ছেন, তারা স্বাধীন নির্বাচন কমিশন চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের তিনি আরও বলেন, গ্রহণযোগ্য সার্চ কমিটি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে গঠিত সার্চ কমিটির প্রথম সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক হবে। নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল শনিবার ৬ সদস্যের সার্চ কমিটির নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। অন্যরা হলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতি মনোনীত সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি।

শেয়ার করতে ক্লিক করুন