পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দিচ্ছে সৌদি আরব

1492
শেয়ার করতে ক্লিক করুন

পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দিচ্ছে সৌদি আরব। সেখানে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।
সৌদি আরবের শূরা কাউন্সিল পতাকা পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। প্রায় ৫০ বছরের পুরোনো রাজকীয় ডিক্রির খসড়া সংশোধনের পক্ষে ভোট দেয় শূরার সব সদস্য। সেই সাথে বদলাচ্ছে দেশটির জাতীয় সংগীত।

জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত সংস্কারের এই প্রস্তাব এখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করছে। যদিও সৌদিতে শূরা কাউন্সিলের সম্মতিই যে কোন আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সমাজ ও সংস্কৃতির ‘আধুনিকায়নে’ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে মন্তব্য অনেকের।

সৌদির গণমাধ্যমগুলো বলছে, পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্যই এই আইন হতে পারে।

শেয়ার করতে ক্লিক করুন