ফেনসিডিল মাদক, রায় আপিল বিভাগের

1530
শেয়ার করতে ক্লিক করুন

ফেনসিডিলকে মাদক বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। তাই এটি পরিবহন অবৈধ বলেও জানিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

ফেনসিডিল এক সময় ছিল কাশির সিরাপ। ধীরে ধীরে তা হয়ে ওঠে তরুণ প্রজন্মের নেশার বস্তু। কিন্তু এটি আদৌ মাদক কি না, তা নিয়েই মঙ্গলবার রায় দিলেন আদালত।

১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন বাদল কুমার পাল। ২০০০ সালে এ মামলায় বাদল কুমার পালকে যাবজ্জীবন সাজা দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল। কিন্তু ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উদাহরণ দিয়ে ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট।

তখন হাইকোর্ট বলেছিলেন, ফেনসিডিল কোনো মাদকই না। এটি পরিবহনও কোনো অপরাধ না! মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত রায় দিলেন আপিল বিভাগ।

শেয়ার করতে ক্লিক করুন