মেজর সিনহা হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত, আদালতের পর্যবেক্ষণ

1519
শেয়ার করতে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই পর্যবেক্ষণ দেন।

এর আগে দুপুর ১টা ৫৬ মিনিটে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই আদালতে ঢোকানো হয় তাদের। ২টার কিছুক্ষণ পরই রায় পড়া শুরু হয়।

এদিকে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ সব আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন আদালত প্রাঙ্গণে উপস্থিত হওয়া ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

সকাল থেকেই আদালত চত্বরে উপস্থিত হয়েছেন আসামিদের স্বজনরা। ১৫ আসামির মধ্যে ১৪ জনের স্বজন উপস্থিত হয়েছেন। কেবল সাবেক ওসি প্রদীপের কোনো স্বজনকে আদালত চত্বরে দেখা যায়নি।

শেয়ার করতে ক্লিক করুন