ওমিক্রনে সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি: স্বাস্থ্যমন্ত্রী

1405
শেয়ার করতে ক্লিক করুন

করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টেস্ট কম বিধায় রোগী কম, প্রকৃত সংখ্যা অনেক বেশি।

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে করোনার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১২ বছরের উপরে সবাই টিকা পাবেন। ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ পাবেন। এছাড়া শ্রমজীবী, পেশাজীবী ও ব্যবসায়ীক সংগঠনের সহায়তায় সদস্যদের টিকা দেয়া হবে।

ভ্রাম্যমাণ মানুষদের জনসনের টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন