আবারো ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

1555
শেয়ার করতে ক্লিক করুন

আবারও ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সল্প পাল্লার অন্তত দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসে এটি দেশটির ষষ্ঠ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা। যেকোন সময়ের তুলানায় একমাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনাও এটি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নতুন করে ছোঁড়া এই মিসাইলগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরেই পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিতে চলতি মাসে নিজেদের অস্ত্র কর্মসূচি আরও জোরদারের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এর আগে মঙ্গলবার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি।

শেয়ার করতে ক্লিক করুন