বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে ফিরে বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এই কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে কারাগারে ফিরে বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে। এর বাইরে আইনি কোনও সুযোগ নেই। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উনি সুচিকিৎসা পাচ্ছেন।
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়া মাত্রই এখন কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য এই আইন করা হয়নি।