চিনির বাজার নজরদারিতে সরকারের ব্যর্থতা রয়েছে: শিল্পমন্ত্রী

1367
শেয়ার করতে ক্লিক করুন

বাজারে চিনির কোনো সংকট নেই, ব্যবসায়ীদের অতিমুনাফার লোভের কারণেই দাম বাড়তি। বাজার নজরদারিতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি।

পরে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতির পিতার আর্দশ ধারন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মকর্তাদের আহ্বান জানান শিল্পমন্ত্রী।

জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে। চিনিকল গুলো আধুনিকায়ণের কাজ চলছে। নতুন জাতের আখচাষ প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন