নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ জনের ১০ বছর করে জেল

1714
শেয়ার করতে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ জনকে ১০ বছর করে জেল দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় ইতোমধ্যে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এদের মধ্যে ৯ আসামিকে এদিন সকালে
কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয়। অপর চারজন পলাতক রয়েছে।

গত এক বছর ধরে বাদীসহ ৪০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এরই মধ্যে মামলার সব কার্যক্রম শেষ হয়। ফলে রায়ের জন্য বিচারক জয়নাল আবেদীন ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

৯ আসামি হলেন নূর হোসেন বাদল, আব্দুল রহিম, আবু কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাইনউদ্দিন সাজু, সামসুউদ্দিন সুমন, আব্দুর রব চৌধুরি, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, মিজানুর রহমান তারেক, আনোয়ার হোসেন সোহাগ ও দেয়ালোয়ার হোসেন দিলু।

শেয়ার করতে ক্লিক করুন