আরও ২০ হাজার ডাক্তার, ৮ হাজার নার্স দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

1691
শেয়ার করতে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, দেশের হাসপাতালগুলোতে আর ডাক্তার নার্সের সংকট থাকবে না। খুব দ্রুত আরও ২০ হাজার ডাক্তার এবং ৮ হাজার নার্স দিচ্ছে সরকার। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সুনাম রয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০তলা ভবন বিশিষ্ট আউটডোর, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা এবং কক্লিয়ার ইমপ্ল্যান্ট বিভাগের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিবেশীদের চাহিদা মেটাতে দেশে আরও চিকিৎসক ও নার্স তৈরির দিকে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বিতর্কিত মেয়র আব্বাসের ওপর অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর ১২ কাউন্সিলরের

তিনি বলেন, চিকিৎসা সেবায় সিলেটকে একটি হাব হিসেবে তৈরি করতে চায় সরকার। যাতে এ অঞ্চলের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী দেশের মানুষ এখানে উন্নত চিকিৎসা পায়। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

শেয়ার করতে ক্লিক করুন