শীতে রাজধানী যেনো ধুলার রাজ্য

1694
শেয়ার করতে ক্লিক করুন

শীত আসার আগে থেকেই ঢাকার রাস্তায় দেখা মেলে ধুলার। এতেই অভ্যস্ত হয়ে ওঠা নগরবাসী প্রতিনিয়ত ভুগছেন শ্বাসপ্রশ্বাস জনিত রোগে। পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদে উন্নয়ন কাজকে দুষছেন নগরবাসী।

নগরবাসীদের দাবি, দ্রুত রাস্তা খোঁড়াখুঁড়ি শেষ করে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার। শীত যখন আসন্ন, রাজধানীর বিভিন্ন রাস্তায় ধুলার দাপট নগরবাসীর জন্য যেনো পরিচিত যন্ত্রণা।

এই ধুলার কারণে বায়ু দূষণে সব বয়সীরা; বিশেষ করে শিশুরা ভুগছে শ্বাসপ্রশ্বাস জনিত রোগে। দায় যদি হয় দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের, তবে রাজধানীবাসীর প্রশ্ন, এসব প্রকল্প পরিকল্পনায় তাদের কথা কেনো ভাবা হয় না?

সড়ক খনন নীতিমালা অনুযায়ী, নির্মাণ এলাকায় যেনো ধুলাবালি না উড়ে, সেজন্য নিয়মিত প্রয়োজনীয় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু যেসব এলাকায় রাস্তা খনন করা হচ্ছে সেসব এলাকায় এই নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় খনন করে সড়কের পাশে মাটি ফেলে রাখা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন